OrdinaryITPostAd

আল্লাহর ৯৯ টি নামের তালিকা - আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ

আসসালামু আলাইকুম , প্রিয় পাঠক আজ এই আর্টিকেল দ্বারা আল্লাহর ৯৯ টি নামের তালিকা আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ আলোচনা করব। আল্লাহর ৯৯ টি নামের তালিকা,আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ আমরা নামের অর্থ এবং তার কিছু বর্ণনা দিব। তাহলে নিম্নে আলোচনা করা যাক আল্লাহর ৯৯ টি নামের তালিকা, আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ।
চলুন দেরি না করে জেনে নেই আল্লাহর ৯৯ টি নামের তালিকা ও আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ। 

সূচিপএ

আল্লাহর ৯৯ টি নামের ভূমিকা

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। আল্লাহ তায়ালার ৯৯ টি নাম আছে, এক কম একশত নাম। যে ব্যক্তি নাম গুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজোর। তিনি বিজয়ের পছন্দ করেন সহীহ বুখারী “হাদিসঃ৬৪১০”

আল্লাহ্

আর রহমান

আর-রাহিম

আল-মালিক

আল-কুদ্দুস

আস-সালাম

আল-মু’মিন

আল-আ’জিজ

আল-জব্বার

আল-মুতাকাব্বি্ইর

আল-খালিক

আল-বারী

আল-মুছ্উইর

আল-গফ্ফার

আল-ক্বাহার

আল-ওয়াহ্হাব

আর-রজ্জাক

আল ফাত্তাহ

আল-আ’লীম

আল-ক্ববিদ্ব’

আল-বাসিত

আল-খফিদ্ধ

আর- রফীহ’

আল-মুই’জ্ব

আল-মুদ্বি’ল্লু 

আস-সামিই’

আল-বাছীর

আল-হা’কাম

আল-আ’দল

আল-লাতীফ

আল-খা’বীর

আল হা’লীম

আল-আ’জিম

আল-গফুর

আশ্-শাকুর

আল-আ’লি্ইউ

আল-কাবিইর

আল-হা’ফীজ

আল-মুক্বীত

আল-হাসীব

আল-জালীল

আল-কারীম

আর-রক্বীব

আল-মুজীব

আল-ওয়াসি’

আল-হাকিম

আল-ওয়াদুদ

আল-মাজীদ

আল-বাই’ছ’

আশ্-শাহীদ

আল-হা’ক্ব

আল-ওয়াকিল

আল-ক্বউইউ

আল-মাতীন

আল-ওয়ালিইউ

আল-হা’মীদ

আল-মুহছী

আল-মুব্দি’

আল-মুঈ’দ

আল-মুহ’য়ী

আল-মুমীত

আল-হাইয়্যু

আল-ক্বাইয়্যুম

আল-ওয়াজিদ

আল-মুহীত

আল-ওয়াহি’দ

আছ্-ছমাদ

আল-ক্বদির

আল-মুক্বতাদির

আল-মুক্বদ্দিম

আল-মুয়াক্খির

আল-আউয়াল

আল-আখির

আজ-জ’হির

আল-বাত্বিন

আল-ওয়ালি

আল-মুতাআ’লি

আল-বার্

আত্-তাওয়াব

আল-মুনতাক্বিম

আল-আ’ফঊ

আর-রউফ

মালিকুল মুলক

জুল-জালালি-ওয়াল-ইকরাম

আল-মুক্বসিত

আল-জামিই

আল-গণিই’

আল-মুগণিই’

আল-মানিই’

আয্-যর

আন্-নাফিই’

আন্-নূর

আল-হাদী

আল-বাদীই’

আল-বাক্বী

আল-ওয়ারিস’

আর-রাশীদ

আস-সবুর

আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ নিম্নে দেওয়া হলঃ

আল্লাহ্ 

অর্থ = আল্লাহ্

আর রহমান

অর্থ = পরম দয়ালু, পরম করুণাময়, কল্যাণময়
যিনি ইহকালে এবং বিশেষ করে আখিরাতে মুমিনদের জন্য এবং বিশেষ করে মুমিনদের জন্য প্রচুর রহমতের অধিকারী।

আর-রাহিম

অর্থ = মেহেরবান , অতি দয়ালু
যিনি মুমিনদের জন্য অনেক রহমতের অধিকারী ।

আল-মালিক

অর্থ = সর্বকর্তৃত্বময়, অধিপতি,মালিক
সম্পূর্ণ অধিপত্যের অধিকারী যিনি অপূর্ণতা থেকে স্পষ্ট।

আল-কুদ্দুস

অর্থ = নিষ্কলুষ, অতি পবিত্র
যিনি সমস্ত অপূর্ণতা থেকে শুদ্ধ এবং সন্তান ও প্রতিপক্ষ থেকে পরিষ্কার। 

আস-সালাম

অর্থ = নিরাপত্তা-দানকারী, ত্রাণকর্তা, শান্তি-দানকারী, দোষমুক্ত
যিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত। 

আল-মু’মিন

অর্থ = নিরাপত্তা ও ঈমান দানকারী, সত্য ঘোষণা কারী
যিনি নিজের জন্য সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোন মাবুদ নেই। এবং তিনি তার বিশ্বাস কারীদের জন্য সাক্ষ্য দিয়েছেন যে তারা তাদের বিশ্বাসের সত্যবাদী যে তিনি ছাড়া কেউ মাবুদ নাই। 

আল-মুহাইমিন

অর্থ = রক্ষক, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, প্রতিপালনকারী
যিনি তার সৃষ্টির কথা ও কাজ প্রত্যক্ষ করেন। 

আল-আ’জিজ

অর্থ = সবচেয়ে সম্মানিত , অত্যন্ত সম্মানিত
যে পরাজিত হয় না। 

আল-জব্বার

অর্থ = মহিমান্বিত
তিনি যা চান তা ছাড়া তাঁর রাজত্বে কিছুই ঘটে না। সব বাধ্যতামূলক

আল-মুতাকাব্বির

অর্থ = সর্বশ্রেষ্ঠ,
যে ব্যক্তি নামটিকে অধিক বার পাঠ করে তাকে অধিক মর্যাদা দেওয়া হয়।

আল-খালিক

অর্থ = সৃষ্টিকর্তা
যদি কোন ব্যক্তি টানা সাত দিন ধরে দুই মিনিট ১০০ বার এই নামটি পাঠ করে তাহলে আল্লাহ তা'আলা সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দেন।

আরো পড়ুনঃ শাবান মাসের ফজিলত - শাবান মাসের আমল

আল-বারী

অর্থ = বিবর্তনকারী, নির্মাণকর্তা
এই নামটি কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ তায়ালা সবকিছু অনুপাতে তৈরি করেছেন।

আল-মুছ্উইর

অর্থ = আকৃতিদানকারী
২১ বার এই নামটি পাঠ করুন এবং পানিতে ফু দিয়ে টানা সাত দিন ধরে এটি পান করতে থাকেন। রোজা ভাঙ্গার জন্য পানি টি পান করুন। ইনশাআল্লাহ অনেক উপকারিতা পাবেন।

আল-গফ্ফার

অর্থ = পুনঃ মর্যাদা দানকারী
যে ব্যক্তি নামটি বারবার পাঠ করবে আল্লাহ তা'আলা তাঁর পাপ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।

আল-ক্বাহার

অর্থ = দমনকারী
যে ব্যক্তি এই নামটি অধিক বার পাঠ করবে আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করে দিবে।

আল-ওয়াহ্হাব

অর্থ =স্থাপনকারী
এই নামটি মাঝে মাঝে পাঠ করলে দারিদ্রতা দূর হয়।

আর-রজ্জাক্ব

অর্থ = প্রদানকারী
যে ব্যক্তি নামটি ঘন ঘন পাঠ করবে তাকে আল্লাহ তা'আলা রিজিক দান করবে

আল ফাত্তাহ

অর্থ = বিজয়দানকারী
যে নামটি ঘন ঘন পাঠ করবে তার হৃদয় উদার হবে এবং তাকে বিজয় দেয়া হবে।

আল-আ’লীম

অর্থ = সর্বজ্ঞানী, 
যে ব্যক্তি এই নামটি অধিক বার পাঠ করবে তাকে জান্নাতের আলো দ্বারা তার হৃদয়কে আলোকিত করা হবে।

আল-ক্ববিদ্ব’

অর্থ = নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী
যে নামটি চার টুকরো খাবার এ পাঠ করে এবং ৪০ দিন ধরে খায় সে খোদা থেকে মুক্ত থাকবেন । ইনশাআল্লাহ

আল-বাসিত

অর্থ = প্রসারণকারী
যে ব্যক্তি নামাজের পরে দুই হাত উঁচু করে দশবার নামটি পাঠ করবে, তারপর এ হাত দিয়ে মুখটি ঘষে সে অভাব থেকে মুক্ত হবে।

আল-খফিদ্ধ

অর্থ = অপমানকারী
যারা তিন দিন ধরে রোজা রেখে এবং চতুর্থ দিনে একত্রিত হয়ে এই নামটি 70 বার পাঠ করে আল্লাহ তায়ালা তাদের শত্রুদের দ্বারা ক্ষতি থেকে মুক্তি দেবেন। যে ব্যক্তি এই নামটি প্রতিদিন ৫০০ বার করে পাঠ করবে তার প্রয়োজনীয়তা আল্লাহতালা পূর্ণ করবেন।

আর- রফীহ’

অর্থ = উন্নীতকারী
যে ব্যক্তির নামটি দিন রাত ১০১ বার পাঠ করে আল্লাহ তায়ালা তাকে সম্মান ঐশ্বর্য এবং যোগ্যতার দিক থেকে উচ্চতায় গড়ে তোলেন।

আল-মুই’জ্ব

অর্থ = সম্মান প্রদানকারী
যে ব্যক্তির নামটি প্রতি সোমবার বা শুক্রবার রাত্রে মাগরিবের নামাজের পরে ১৪০ বার পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে সম্মানিত করবেন। যে ব্যক্তি আল্লাহ তায়ালা ব্যতীত কাউকে ভয় করেন না

আল-মুদ্বি’ল্লু 

অর্থ = বেইজ্জতকারী
যে নামটি ৭৫ বার পাঠ করে তার পক্ষে যারা ঈর্ষা করে এবং ক্ষতি চাই তাদের দ্বারা সে ক্ষতি থেকে মুক্ত হবে। আল্লাহ তাআলা তাদের রক্ষা করবেন।

আস-সামিই’

অর্থ = সর্বশ্রোতা
যে ব্যক্তি নামটি ৫০০ বারে নামাজের পর কারো সাথে কথা না বলে পাঠ করবে। আল্লাহ তাআলা তাকে যা চান তাই দান করবেন।

আল-বাছীর

অর্থ = সর্বদ্রষ্টা, সর্ববিষয়-দর্শনকারী
যে ব্যক্তি শুক্রবার বিকেলে নামাজের পর এই নামগুলো ১০০ বার করে পড়বে আল্লাহ তা'আলা ওই ব্যক্তিকে তার দৃষ্টিতে আলোকিত করবেন এবং তার হৃদয় আলোকিত করবেন।

আল-হা’কাম

অর্থ = বিচারপ্রতি
যে রাতেই নামটি ঘন ঘন পাঠ করবে তার কাছে অনেক রহস্য প্রকাশিত হবে ইনশাল্লাহ।

আল-আ’দল

অর্থ = নিখুত, পরিপূর্ণ-ন্যায়বিচারক
শুক্রবার রাত্রে বা দিনে আপনি যদি এই নামটি কোন রুটির টুকরাতে লিখে খেয়ে থাকেন তাহলে লোকে আপনার কথা মানবে।

আল-লাতীফ

অর্থ = অমায়িক
যে নিয়মিত এই নামটি ১৩৩ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তার উপার্জন বৃদ্ধি করে দিবেন।

আল-খা’বীর

অর্থ = সম্যক অবগত
যদি কোন ব্যক্তি স্বার্থপর বাসনা এবং খারাপ অভ্যাসের শিখার হোন তবে তিনি নিয়মিত এই নামটি পাঠ করলে তিনি সেগুলো থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ।

আল হা’লীম

অর্থ = ধৈর্যবান

আল-আ’জিম

অর্থ = সুবহান

আল-গফুর

অর্থ = মর্যাদাদানকারী

আশ্-শাকুর

অর্থ = সুবিবেচক

আল-আ’লি্ইউ

অর্থ = মহিয়ান

আল-কাবীর

অর্থ = সুমহান

আল-হা’ফীজ

অর্থ = সংরক্ষণকারী

আল-মুক্বীত

অর্থ = লালনপালনকারী

আল-হাসীব

অর্থ = হিসাব-গ্রহণকারী

আল-জালীল

অর্থ = গৌরবান্বিত

আল-কারীম

অর্থ = উদার, অকৃপণ

আর-রক্বীব

অর্থ = সদা জাগ্রত

আল-মুজীব

অর্থ = সাড়া দানকারী

আল-ওয়াসি’

অর্থ = অসীম

আল-হাকিম

অর্থ = সুদক্ষ

আল-ওয়াদুদ

অর্থ = স্নেহশীল

আল-মাজীদ

অর্থ = মহিমান্বিত

আল-বাই’স’

অর্থ = পুনরুত্থানকারী

আশ্-শাহীদ

অর্থ = সাক্ষ্যদানকারী

আল-হা’ক্ব

অর্থ = প্রকৃত সত্য

আল-ওয়াকিল

অর্থ = সহায় প্রদানকারী

আল-ক্বউইউ

অর্থ = ক্ষমতাশালী

আল-মাতীন

অর্থ = সুদৃঢ়

আল-ওয়ালিইউ

অর্থ = বন্ধু, সাহায্যকারী

আল-হা’মীদ

অর্থ = সকল প্রশংসার দাবিদার

আল-মুহছী

অর্থ = বর্ণনাকারী, গণনাকারী

আল-মুব্দি’

অর্থ = সৃজনকর্তা

আল-মুঈ’দ

অর্থ = পুনঃপ্রতিষ্ঠানকারী

আল-মুহ’য়ী

অর্থ = জীবনদানকারী

আল-মুমীত

অর্থ = ধ্বংসকারী

আল-হাইয়্যু

অর্থ = চিরঞ্জিব

আল-ক্বাইয়্যুম

আরো পড়ুনঃ শাবান মাস সম্পর্কে হাদিস - শাবান মাসের দোয়া

অর্থ = অভিভাবক

আল-ওয়াজিদ

অর্থ = পর্যবেক্ষণ

আল-মাজিদ

অর্থ = সুপ্রসিদ্ধ

আল-ওয়াহি’দ

অর্থ = এক,অদ্বিতীয়,অন্যান্য

আছ্-ছমাদ

অর্থ = চিরন্তন

আল-ক্বদির

অর্থ = সর্বশক্তিমান

আল-মুক্বতাদির

অর্থ = প্রভাবশালী

আল-মুক্বদ্দিম

অর্থ = অগ্রগতিতে সহায়তাকারী

আল-মুয়াক্খির

অর্থ = বিলম্ব কারি

আল-আউয়াল

অর্থ = সর্বপ্রথম

আল-আখির

অর্থ = সর্বশেষ

আজ-জ’হির

অর্থ = সুস্পষ্ট

আল-বাত্বিন

অর্থ = লুক্কায়িত

আল-ওয়ালি

অর্থ = সুরক্ষাকারী বন্ধু

আল-মুতাআ’লি

অর্থ = সর্বোচ্চ মহিমান্বিত

আল-বার্

অর্থ = কল্যাণকারী

আত্-তাওয়াব

অর্থ = বিনম্র

আল-মুনতাক্বিম

অর্থ = প্রতিফল প্রদানকারী

আল-আ’ফঊ

অর্থ = শাস্তি ম্উকুফকারী

আর-রউফ

অর্থ = সদয়

মালিকুল মুলক

অর্থ = সার্বভৌম ক্ষমতার অধিকারী

জুল-জালালি-ওয়াল-ইকরাম

অর্থ = মর্যাদা ও ঔদার্যের প্রভু

আল-মুক্বসিত

অর্থ = প্রতিদানকারী

আল-জামিই

অর্থ = একত্র আনয়নকারী

আল-গণিই’

অর্থ = ঐশ্বর্যবান

আল-মুগণিই’

অর্থ = সমৃদ্ধকারী 

আল-মানিই’

অর্থ =প্রতিরোধকারী

আদ্দর

অর্থ = যন্ত্রণাদানকারী

আন্-নাফিই’

অর্থ = অনু গ্রাহক

আন্-নূর

অর্থ = আলোক

আল-হাদী

অর্থ = পথপ্রদর্শক

আল-বাদীই’

অর্থ = অতুলনীয়

আল-বাক্বী

অর্থ = অপরিবর্তনীয়

আল-ওয়ারিস’

অর্থ = সব কিছুর উত্তরাধিকারী

আর-রাশীদ

অর্থ = সঠিক পথের নির্দেশক

আস-সবুর

অর্থ = ধৈর্যশীল

শেষ কথাঃ আল্লাহর ৯৯ টি নামের তালিকা

আল্লাহর ৯৯ টি নামের তালিকা ও আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থ সহ আলোচনা করার চেষ্টা করেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আমাদের এই পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করেন এবং সবার মাঝে একটি ছড়িয়ে দিন । ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪